লন্ডনে সুবচনের ‘মহাজনের নাও’

সাহিত্য ও সাংস্কৃতি

shilpoলন্ডনের টাওয়ার হ্যামলেটে ‘সিজন অব বাংলা ড্রামা ফেস্টিভ্যাল’ ব্রাডি আর্ট সেন্টারে মঞ্চস্থ হবে সুবচন নাট্য সংসদ প্রযোজিত নাটক ‘মহাজনের নাও’। এ উপলক্ষে ১৫ ডিসেম্বর, লন্ডন যাবে সুবচন। ২১ ও ২২ ডিসেম্বর, লন্ডনে ‘মহাজনের নাও’ নাটকের দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি সুবচন নাট্য সংসদের ৩৩তম নাট্য প্রযোজনা।

ভাটি অঞ্চলের প্রখ্যাত মরমী কবি শাহ আবদুল করিমের জীবনভিত্তিক এ নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ এবং নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহাম্মদ গিয়াস, আসাদুল ইসলাম, আমিরুল ইসলাম বাবুল, সোনিয়া হাসান প্রমুখ।

২০১০ সালের ১৮ জুন ‘মহাজনের নাও’ নাটকটি মঞ্চে নিয়ে আসেন সুবচন নাট্য সংসদ। বাংলাদেশের ভাটি অঞ্চল সুনামগঞ্জের দিরাই উপজেলায় ১৯১৬ সালে জন্ম নেয় সাধক শাহ আবদুল করিম। তার জীবনের তত্ত্বকথা ও জীবনদর্শন নিয়ে এ নাটকটি রচনা করেন শাকুর মজিদ।

ইতোমধ্যে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে দক্ষিণ কোরিয়ায় দুটি প্রদর্শনী ছাড়াও ভারতের ত্রিপুরা, জলপাইগুড়ি, আসাম, কলকাতা এবং বাংলাদেশের কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, সিলেট, সাভার, বিয়ানীবাজার, বরিশাল সহ বিভিন্ন জায়গায় ৭৭টি প্রদর্শনী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *