শেখ মুজিবর রহমান ইবনে মিজান

Slider সাহিত্য ও সাংস্কৃতি

received_718651074987470

মা’ গো তুই জন্ম দিলি
জঠরে দিলি প্রাণ
আজ কেন মা কাঁদছিস তুই
কে করেছে অপমান?

তোর ছেলে ‘মা’ -যোদ্ধা আমরা,
করিনা কোন ভয়;
মায়ের জন্য জীবন দিবো-
আসুক- কে আছে ‘কোথায়?

ভাবিস না ‘মা’ আছি আমরা
সাড়ে সাত কোটি তোর ছেলে;
একটু সুযোগ পেলেই মা’গো
দিব হায়েনার চোখ গেলে।।

তোর চোখে ‘মা’ ভরিয়েছে অশ্রু
রক্তাক্তবুটে মাড়িয়েছে তোর বুক;
দেখবে বিধাতা কেমন করে
কেড়ে নেব ওই যালিম সেনার সুখ!!

জীবন দিয়ে রেখেছি মা’গো
তোর অমলিন সম্মান
এনে দিয়েছি স্বাধীনতা তোর
যা কেড়ে নিয়েছিল বর্বর – শয়তান।।

যুগে যুগে আসব ফিরে ‘মা’
হতে দেবনা তোর অপমান;
আমি যে তোর সেই ‘খোকা’টি
শেখ মুজিবর রহমান।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *