কেউ দেখেও দেখেনা——— গাজী মুনসুর আহমেদ

সাহিত্য ও সাংস্কৃতি

কেউ দেখেও দেখেনা
গাজী মুনসুর আহমেদ

বাঙলা আজ বাংলা হলো
কত কাঠ পুরিয়ে কয়লা।
তবুও যেন মুছেনি মোদের
মনের নোংরা ময়লা।
আমরা স্বাধীন, স্বাধীন জাতি,স্বাধীন পতাকায়
স্বাধীন যারা করল মোদের
তাদের সালাম জানাই।
লক্ষ্য প্রাণের বিনিময়ে আমরা হলাম স্বাধীন,
শোষনের শিকল পড়ে যেন আজ
আমরা পরাধীন।
সৈরাচারের পতন করে পেয়েছি গণতন্ত্র
গণতন্ত্র নেই যেন আজ চলছে ষড়যন্ত্র।
সত্য বলার ভাষা নেই,যেন মিথ্যাই অধিকার,
বাঁধ ভেঙ্গে যেন ছুটছে অপরাধের জোয়ার।
রাজনীতিতে নীতি নেই চলছে যুদ্ধনীতি,
একনায়কে শাসন করে দেখায় শক্তিনীতি।
শিক্ষাঙ্গনে সন্ত্রাসিত আজ শিক্ষকের দোয়াত কালি,
কলম ছেড়ে শিক্ষার্থীরা ছুড়ছে বন্ধুকের গুলি।
ঝরছে প্রান হচ্ছে লাশ
কত শত মেধাবী সন্তান।
কেউ দেখেও না দেখার
করছে অনেকে ভান।
শিল্প আমার নিচ্ছে লুটে ভিন্ন কোন দেশে,
অনেকেরই পুরছে কপাল সেয়ার মার্কেট ধসে।
হাসপাতালে মরছে ধুকে
কত শত রোগী,
মোবাইল ফোনে ব্যস্ত ডাক্তার,
মেসেন্জার আর ফেসবুকে নার্সেরা থাকেনা বাকী।
সুষ্ঠু বিচার লাভে মানুষ যায় আদালতে,
সঠিক বিচার পিছলে পড়ে টাকার বদৌলতে।

অসহায়ের ছোট্ট অপরাধ দেওয়া হয়না ফাঁকি।
নিরুপাধি হয়েও আবার গুনতে হয় কারাগারের কাঠি।
বড় বড় অপরাধ সব
ডেকে যাই ধুলোর স্তুপে
খুব সহজে পার হয়ে যায়
বিশাল টাকার ঘুষে।
সীমাহীন পাপ যেন পার পেয়ে যায়,
অপরাধীরা থাকে যেন সাধু বাবার ছায়ায়।
চোখে দেখেও কানে শুনেও মনতো বুজেনা
এত কিছু হচ্ছে তবু যেন
কেউ দেখেও দেখনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *