বড়পুকুরিয়ায় কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু

Slider বিচিত্র

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে কাজ করার সময় সুন জিং শেং (৪৮) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রেজাউল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন।

গত বুধবার দিবাগত রাত চারটার দিকে বড়পুকুরিয়া কয়লাখনির অভ্যন্তরে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একে এম বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসময় একে এম বদরুল আলম বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খনির অভ্যন্তরে রাতের শিপ্টে কাজ করার সময় সার্ফেসের বেল্ডে কয়লার সাথে ভূ-গর্ভ থেকে উঠে আসা পাথর জমে বেল্ড বন্ধ হয়ে যায়।

এসময় বন্ধ হওয়া বেল্ডের বাংকারে জমে থাকা কয়লা ও পাথর অপসারণ করতে গেলে জমে থাকা পাথর সুন জিং শেং এর শরীরের ওপর পড়ে। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এসময় আহত অবস্থায় বাংলাদেশি শ্রমিক রেজাউল ইসলামকে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লি. এর নিজস্ব হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। চীনা শ্রমিকের মৃত্যু হলেও কয়লা উত্তোলন স্বাভাবিক রয়েছে। বাংলাদেশী শ্রমিক এখন ভাল আছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *