‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকলে নতুন হিটলারের জন্ম হবে’

Slider বিচিত্র

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, মার্কিন বিরুদ্ধাচরণের ব্যাপারে নিষ্ক্রিয় থাকলে অচিরেই নতুন হিটলারের জন্ম হবে।

সোমবার সামরিক ঔষধ বিষয়ক চতুর্থ আইসিএমএম প্যান-প্যাসিফিক কংগ্রেসের সমাপনী অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির হাতামি বলেন, স্বাধীনতার পথ বেছে নেয়ার কারণে যুক্তরাষ্ট্র আমাদের বয়কট করেছে। এমনকি ওষুধ আমদানি করার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এই শত্রুতার মুখোমুখি না দাঁড়ালে বিশ্বে অচিরেই নতুন হিটলারের মুখ দেখা যাবে।

আমির হাতামি আরও বলেন, ইরান রাসায়নিক অস্ত্র ও বোমা হামলার শিকার হয়েছে। তিন দশক পরও ইরানের বহু পরিবার আজও সেই রাসায়নিক অস্ত্রের পরিণতি ভোগ করছে।

তিনি জানান, ইরান চিকিৎসা সরঞ্জাম তৈরিতে স্ময়ংসম্পূর্ণতা অর্জন করেছে। অন্যান্য দেশের সঙ্গে ইরান এই অভিজ্ঞতা বিনিময় করতে আগ্রহী।

চতুর্থ আইসিএমএম প্যান-প্যাসিফিক কংগ্রেসে বিশ্বের ৪৫টি দেশের সামরিক কমান্ডার ও প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *