নতুন মজুরি কাঠামো বাস্তনবায়ন চ্যালেঞ্জ হবে : বিজিএমইএ

Slider জাতীয়

নতুন মজুরি বাস্তবায়ন করা চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে ‘পোশাক শিল্পের ন্যূনতম মজুরি ও বর্তমান পরিস্থিতি’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, কারখানা সংস্কার, মজুরি বৃদ্ধিসহ নানা কারণে ২০১৪-১৮ সাল এই চার বছরে প্রায় ১২শ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আমাদের আশঙ্কা ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তাই নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন বিশাল চ্যালেঞ্জ হবে।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, ঘোষিত মজুরি নিয়ে দুই-একটি শ্রমিক সংগঠন উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য দিয়ে পোশাক শ্রমিকদের উস্কানি দেয়ার চেষ্টা করছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই শ্রমিক নেতারা শ্রমিকদের নিয়ে এ ধরনের বক্তব্য দিচ্ছে।

তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, পোশাক শিল্পে নিম্নতম মজুরি নিয়ে কয়েকটি মহল থেকে বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এতে জনমনে গভীর সংশয় সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, সব পক্ষের সাথে আলোচনা করেই প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রমিকদের মজুরি ৮ হাজার টাকা নির্ধারন করা হয়েছে। কারখানা মালিকরাও তা মেনে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *