খালেদা জিয়াকে মুক্তি দিতে পারবে আদালত: ওবায়দুল কাদের

Slider রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে বলেছেন, তাকে কারাগার থেকে মুক্তি দেওয়ার অধিকার সরকারের নেই। দণ্ড দিয়েছেন আদালত, মুক্তিও দিতে পারবেন আদালত।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ ইভিএম চালুর দাবি জানিয়েছিল। আমরা এ দাবিতে এখনও অটল আছি।
আজ বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সেতুমন্ত্রী। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ যৌথভাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। নির্বাচনের তফসিল ঘোষণার আর মাত্র দুই মাস সময় আছে। এই সময়ে সংবিধানবিরোধী কোন দাবি করলে সেটা বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব না। নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে নির্বাচন কমিশনের অধীনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *