৭ জানুয়ারি তাহের ও ননীর চার্জ গঠনের শুনানি

বাংলার আদালত

crimeমানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত নেত্রকোণার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে চার্জ গঠন শুনানির জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ আমলে নেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নি।

এর আগে গত ৪ ডিসেম্বর তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ৬টি অভিযোগের ভিত্তিতে অভিযোগ দাখিল করা হয়। এর আগে গত ১৩ আগস্ট এ দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্র্রাইব্যুনাল। গত ১২ আগস্ট এ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে নেত্রকোনা পুলিশ তাদেরকে একই দিনে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *