একাত্তরের বদলা নিতেই কারগিল যুদ্ধ : মোশাররফ

সারাবিশ্ব

image_109849_0একাত্তরের পরাজয়ের বদলাই নিতেই ভারতের সঙ্গে কারগিল যুদ্ধ হয়েছিল বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ।বুধবার পাকিস্তানের সামা টিভি’কে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

মোশাররফ বলেন,“বাংলাদেশ গঠনে ভারতের ভূমিকা ছিল।ভারত সিয়াচেনও দখল করতে চেয়েছিল। তাদের এই পদক্ষেপের জন্যই কারগিল যুদ্ধ হয়েছে।” তিনি বলেন, “হামলার জবাবে পাল্টা হামলা নীতিতে বিশ্বাসী।”

তার মতে, ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ গঠনে ভারতের ভূমিকারই জবাব ছিল ’৯৯-এর কারগিল যুদ্ধ।

ভারতের সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে মোশাররফ বলেন, “বন্ধুত্ব তখনই সম্ভব, যখন তাতে সমতা বজায় থাকে। পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনই তার একটি প্রধান শর্ত। সেই বন্ধুত্বের ক্ষেত্রে ভারত এক কদম এগোলে, পাকিস্তান দু’কদম এগোবে।”

দুই দেশের বর্তমান সম্পর্কের বিষয়ে পারভেজ মোশাররফ বলেন, “ মোদির ভারতের সঙ্গেও বন্ধুত্ব গড়তে কোনো অসুবিধা নেই। কিন্তু তাই বলে ভারতের কাছে পাকিস্তান মাথা নত করতে পারে না। কিংবা ভারতের আগ্রাসনও মেনে নিতে পারে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *