আজ ভারতে পুতিন, মোট ২০টি দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে বৈঠকে বসছেন মোদী-পুতিন

Slider সারাবিশ্ব

vladimir-655x360

ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পঞ্চদশ বার্ষিকী ভারত-রাশিয়া সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। বুধবার রাত ১১টা নাগাদ ভারতীয় বায়ুসেনার পালম স্টেশনে নামেন পুতিন। ২৪ ঘণ্টার ভারত সফরে নিউক্লিয়ার এনার্জি, ডিফেন্স ও বাণিজ্য সহ মোট ২০টি দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

হায়দরাবাদ হাউজে আজ আলোচনায় বসবেন মোদী-পুতিন। গত বছর ডিসেম্বর মাসে মস্কো সফরে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেন তত্‍কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। চলতি বছরের মে মাসে মোদী সরকার ক্ষমতায় আসার পর এটাই ভারত-রাশিয়া প্রথম সামিট। মোট ১৫ জনের বাণিজ্যিক দল নিয়ে ভারতে এসেছেন মোদী। এ দিন বিজ্ঞান ভবনে ওয়ার্ল্ড ডায়মন্ড কনফারেন্স উদ্বোধন করবেন পুতিন। তারপর রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন তিনি।

দেশের সম্পর্ক নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ভারত ও রাশিয়ার মানুষের বন্ধন খুবই মজবুত। সুদিন ও দুর্দিনে দুই দেশ পরস্পরের পাশে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *