বৃটেনে করোনাভাইরাসে মৌলভীবাজার ও হবিগঞ্জের দু’জনের মৃত্যু

Slider জাতীয় সিলেট

বৃটেন: বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের কারণে বৃটেনে বাংলাদেশি লাশের সারি বেড়ে্ই চলছে। দিন যত গড়াচ্ছে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জনের মৃত্যুর সংবাদ আসছে। আরো দুই বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।এদের মধ্যে একজন হলেন,সরোয়ার হুসেন রানা। আরেকজন হলেন আব্দুল হক চৌধুরী। এছাড়াও অনেক বাংলাদেশির মৃত্যুর সংবাদ পেলেও কোন নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে না। অনেকে মৃত্যুর বিষয়টি স্বীকার করলেও করোনায় মারা যাওয়ার বিষয়টি স্বীকার করতে চাচ্ছেন না।

মৃত্যুবরণকারী দুই জনের মধ্যে একজন হলেন বৃটেনের লুটন শহরের বাসিন্দা ও বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ইটাউড়ি গ্রামের সৈয়দ সরোয়ার হুসেন রানা(৪৪)। তিনি গেইটউইক বিমানবন্দরের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী অপরজন হলেন,বামিংহাম শহরের বাসিন্দা ও বাংলাদেশের হবিগজ্ঞ জেলার নবীগজ্ঞ আশকান্দি ইউনিয়নের সদরাবাদ পিটুয়া গ্রামের আব্দুল হক চৌধুরী।
তিনি গত ১৪ এপ্রিল রবিবার ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ শিক্ষাবোর্ডের কন্ট্রোলার ছিলেন।

প্রসঙ্গত: বৃটেনে প্রাণঘাতি করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় (মঙ্গলাবর ২১ এপ্রিল) ৮ শত ২৩ জন প্রাণ হারিয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩ শত ০১ জন। গত সোমবার ৪ শত ৪৯ জন প্রাণ হারালে মঙ্গলবার দ্বিগুন বেড়েছে। গত সোমাবার আক্রান্তের সংখ্যা ছিলো ৪ হাজার ৬ শত ৭৬ । মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩ শত ৩৭। মোট আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *