বাসচাপায় শিক্ষার্থী হত্যা : ময়মনসিংহে সড়ক অবরোধ

Slider সারাদেশ

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুজন কলেজ শিক্ষার্থী হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে গোটা দেশের ছাত্র সমাজ। রাজধানীতে গত চারদিন ধরে লাগাতার অবরোধ চলছে। একইসঙ্গে রাজধানীর বাইরেও শুরু হয়েছে প্রতিবাদ।

আজ বুধবার সকাল থেকে ময়মনসিংহের টাউনহল মোড়ে এসে জড়ো হতে থাকে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছেলেমেয়েরা। তারা সড়ক অবরোধ করে বসে পড়ে। এতে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা এদিন নানারকম ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমেছে। স্লোগানে স্লোগানে তারা বিচার চাইছে দিয়া খানম আর আব্দুল করিমের অকালমৃত্যুর।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা এলাকায় জাবালে নূর পরিবহনের বেপরোয়া একটি বাস রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *