আন্দোলনরত শিক্ষার্থীর ওপর পিক-আপ উঠিয়ে দিল চালক!(ভিডিও)

Slider ফুলজান বিবির বাংলা

ঢাকা: ভিডিওটি ভাইরাল হচ্ছে। নিরাপদ সড়ক আর সহপাঠী হত্যার বিচার দাবিতে রাস্তায় নেমেছে কোমলমতি শিশুরা। তারা আন্দোলন করে যাচ্ছে। এমনিতেই নৌপরিবহন মন্ত্রীর হাসিমুখের বক্তব্য আর শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষুব্ধ জনগণ। এমনিতেই শহরে গণপরিবহন চালকদের আচরণ ও মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে অনেক দিন ধরে। তারা যাত্রী বা রাস্তার মানুষদের মানুষ মনে করে না। এরই মধ্যে আজকের একটি ভিডিও চমকে দিচ্ছে সবাইকে।


কেবল ভিডিওটি মিলেছে। এই ভিডিও প্রসঙ্গে একটি ফেসবুক আইডি থেকে কিছু তথ্যও মিলেছে। বলা হচ্ছে এ ঘটনা আজকের, স্থান শনির আখড়া। পোস্টে লেখা হয়েছে, ‘শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল। প্রতিটি গাড়ির ড্রাইভারের লাইসেন্স চেক করা হচ্ছিল। লাইসেন্স না থাকলে ড্রাইভারকে নামিয়ে ভাংচুর করা হচ্ছিল। একটি লেগুনার ড্রাইভারকে থামিয়ে লাইসেন্স চেক করার চেষ্টা করা হলে একজন ছাত্রের গায়ের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে চলে যায়। আমার কথা হচ্ছে বাস, পিকাপ ভ্যান, ট্রাক ড্রাইভাররা কি সাধারণ জনগণকে মানুষ মনে করে না নাকি? এই জাস্টিস ফর সেইফ রোডস আন্দোলনে যে ছেলেটির ওপর দিয়ে পিকাপ ভ্যান তুলে দিয়ে চলে গেলো সেই ছেলেটির দায়ভার কে নেবে? নাকি আরো মৃতদেহ লাগবে জাস্টিস পাওয়ার জন্য?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *