পুনঃ ভোটগ্রহণে আওয়ামী লীগ-বিএনপি সমানে সমান

Slider রাজনীতি

214038_bangladesh_pratidin_nia

খুলনা সিটি নির্বাচনের পুনঃ ভোটগ্রহণে দুই নারী কাউন্সিলরের মধ্যে আওয়ামী লীগের লুৎফুন নেছা লুৎফা ও বিএনপির মাজেদা খাতুন বিজয়ী হয়েছেন। এর মধ্যে লুৎফুন নেছা লুৎফা সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডে ও মাজেদা খাতুন সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন।

অপরদিকে ৩১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী আরিফ হোসেন মিঠু বিজয়ী হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এই তথ্য জানা যায়। এর আগে সকাল ৮টা থেকে স্থগিত থাকা নগরীর ২৪ ও ৩১ নম্বর ওয়ার্ডের তিন কেন্দ্রের পুনঃ ভোটগ্রহণ শুরু হয়। তবে বুথ দখল, জাল ভোট ও হামলার আশঙ্কায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। ১৫ মে অনিয়মের অভিযোগে এই তিন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এদিকে পুনঃ ভোটগ্রহণে জাল ভোট দিতে গিয়ে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২) কেন্দ্রে আটক হয় দু’নারীসহ ৬জন। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আটককৃতরা হচ্ছে টুম্পা সরকার, আফরোজা আক্তার, সুজন, বাবুল মোল্লা, মুন্না গাজী ও মিরাজুল ইসলাম। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ বেগম প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৭ দিন করে কারাদণ্ড দেন।

আটককৃতদের পক্ষে জনৈক হুমায়ূন কবির জরিমানা পরিশোধ করে তাদের মুক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *