১০ গ্রামবাসীর শিরশ্ছেদ করল জঙ্গিরা!

Slider বিচিত্র

215637_bangladesh_pratidin_ju

মোজাম্বিকে স্থানীয় ১০ গ্রামবাসীকে শিরশ্ছেদে হত্যা করেছে জঙ্গিরা। গতকাল মঙ্গলবারের এই ঘটনার পিছনে কোন জঙ্গি সংগঠন জড়িত, তা এখনও জানা যায়নি।

তবে এর পিছনে সম্ভবত আল শাবাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত বছর ইসলামপন্থি একটি জঙ্গিগোষ্ঠী ওই এলাকায় বিক্ষিপ্ত হামলা চালিয়েছিল বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। কাঠ ও রুবি বিক্রি করে লক্ষ লক্ষ ডলার রোজগারের সুযোগ রয়েছে ওই এলাকায়। অর্থের লোভেই জঙ্গিরা এমন কাজ করছে বলে মনে করা হচ্ছে।

আল শাবাব নামে পরিচিত এই জঙ্গি গোষ্ঠীটি ২০১৫ সালে একটি ধর্মীয় সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল। জানা গিয়েছে, এই গোষ্ঠীটির সঙ্গে একই নামে পরিচিত সোমালি জঙ্গিগোষ্ঠীটির কোন সম্পর্ক নেই। পাশাপাশি গোষ্ঠীটি আল সুন্না নামেও পরিচিত। স্থানীয় মানুষজন জানিয়েছেন, বনে আল শাবাবের অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য সরবরাহ করছিলেন গ্রাম প্রধান। এই কারণে তাকে হত্যা করেছে তারা।

গত অক্টোবর থেকে তারা বিভিন্ন এলাকায় হামলা শুরু করে। এসব জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই শতাধিক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে।

কলকাতা টুয়েন্টিফোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *