‘বাঙালি কোন বাধা মানে না’

Slider জাতীয়

113307_Untitled-1

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্ষবরণ সবার উৎসব। এ উৎসব উদযাপনে যত বাধাই আসুক। বাঙালি কোনো বাধা মানে না। এ জাতি বাধা ভাঙতে জানে। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে বাংলা নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, পৃথিবীতে অনেক দেশ আছে।

সব দেশেই নববর্ষের অনুষ্ঠান হয়। কিন্তু ভাষাভিত্তিক রাষ্ট্র এই উপমহাদেশে শুধু বাংলাদেশ। আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলায় হাসি, বাংলায় কাঁদি, বাংলায় জীবন চর্চা করি। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা নববর্ষ উদযাপন করি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা চালু করা হয়েছে। প্রবাসীরাও নানা অনুষ্ঠানে নতুন বছরকে বরণ করে নেন।

১৪০০ বঙ্গাব্দকে বরণ করার অনুষ্ঠানে বিএনপি বাধ দিয়েছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯২ সালে আমরা ১৪০০ বঙ্গাব্দকে বরণ করতে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কিন্তু সেখানে তৎকালীন খালেদা জিয়া সরকার বাধা দেয়। আমরা কবি সুফিয়া কামালকে নিয়ে সেসব বাধা উপেক্ষা করে রমনা পার্কে আয়োজিত অনুষ্ঠানে নতুন শতাব্দীকে স্মরণ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *