পাকিস্তান সরকারকে হাফিজ সাঈদের চ্যালেঞ্জ

Slider রাজনীতি

bbc

 

 

 

 

 

পাকিস্তান সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদ বলেছেন, পাক সরকার তাকে গ্রেফতার করতেই পারে। কিন্তু হাফিজ কাশ্মীরের সাধারণ মানুষের জন্য লড়াই বন্ধ করবে না।

সোমবার ইসলামাবাদে একটি জনসভায় বক্তৃতা রাখার সময় এমনটাই বলেন হাফিজ। হাফিজ সৈয়দের মাথার দাম ধার্য করেছে আমেরিকা। কিন্তু তবুও এই দাপুটে জঙ্গি সংগঠনের নেতা কিন্তু একেবারেই দমে নেই। তিনি প্রকাশ্যে পাক সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তাকে গ্রেফতার করার জন্য আহ্বান জানিয়েছেন।

তার কথায়, পাক সরকার নাকি চায়নি হাফিজ কাশ্মীর ইস্যু নিয়ে সরব হোক। সেই কারণেই তাকে দশমাস গৃহবন্দি করে রাখা হয়। কিন্তু এরপরও কাশ্মীর নিয়ে প্রতিবাদ তার জারি থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

হাফিজ সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি প্রস্তাব ছুঁড়ে দিয়ে বলেন, কাশ্মীর ইস্যু নিয়ে যদি সরব হন নওয়াজ। তাহলে তাকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে বসানোর তোড়জোড় করবেন হাফিজ।

গত ২৪নভেম্বর বন্দিদশা থেকে মুক্তির পর বহাল তবিয়তে রয়েছে এই পাক জঙ্গি নেতা। হাফিজকে অন্য কোন মামলায় এখনও গ্রেফতার করতে পারেনি পাক সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *