সাব্বিরও আউট, অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কা

Slider খেলা

69ec441e61c1a35abf009550897d7fff-5a69842126310

ঢাকা: ত্রিদেশীয় সিরিজে মোটেও ভালো করতে পারছেন না এনামুল। আজ শ্রীলঙ্কার বিপক্ষেও দ্রুতই ফিরলেন প্লেড অন হয়ে। ছবি: প্রথম আলোত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তিন ওভারের ব্যবধানে ফিরে গেছেন এনামুল হক বিজয়, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। পঞ্চম ওভারে তামিম আউট হলে ৩ উইকেটে ১৬ রান নিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এর পাঁচ ওভার পরই মাহমুদউল্লাহর আউটে বাংলাদেশ দলের বিপর্যয় আরও ঘনীভূত হয়েছে।

১১তম ওভারে সুরঙ্গা লাকমলের বাউন্সার হুক করতে গিয়ে ফাইন লেগে দুশ্মন্ত চামারার তালুবন্দী হন মাহমুদউল্লাহ (৭)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৪২ রান। ব্যাট করছিলেন মুশফিকুর রহিম (১০) ও সাব্বির রহমান।

তৃতীয় ওভারে রানের খাতা খোলার আগেই সুরঙ্গা লাকমলের বলে প্লেড অন হয়ে ফিরেছেন এনামুল। টুর্নামেন্টে এ নিয়ে টানা চার ম্যাচে প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ হলেন এই ওপেনার। তাঁর ফিরে যাওয়ার পর সাকিব আল হাসানও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। পঞ্চম ওভারের তৃতীয় বলে তামিমের সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রানআউট হন সাকিব (৮*)। সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙেছেন লঙ্কান ফিল্ডার দানুস্কা গুনাতিলোকা। এক বল পরই ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে গুনাতিলোকার দুর্দান্ত ক্যাচে পরিণত হন তামিম (৫)।

বাঁ–হাতি স্পিনার সানজামুল ইসলামের পরিবর্তে বাংলাদেশ দলে ঢুকেছেন পেসার আবুল হাসান রাজু। গ্রুপ পর্বের এ শেষ ম্যাচটি জিতলে ফাইনালে উঠবে শ্রীলঙ্কা। হারলেও শ্রীলঙ্কার (-০.৯৮৯) ফাইনালে ওঠার পথ খোলা থাকবে, তবে সে ক্ষেত্রে জিম্বাবুয়ের (-১.০৮৭) চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকতে হবে দিনেশ চান্ডিমালের দলকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *