সিলেট প্রতিনিধি :: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বশির মিয়া, সদস্য হারুনুর রশিদ, নবির হোসেন ও মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার দাবিতে সোমবার সন্ধায় নগরীতে মিছিল-সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।
নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্রায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, সংগঠন থেকে বস্কিৃত শ্রমিক নেতা ট্রেড ইউনিয়ন সংঘ নামধারী ছাদেক মিয়ার নির্দেশে শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলা করা হয়।
ছাদেককে টাকা আত্মসাতের কারণে সংগঠন থেকে বহিস্কার করা হয়। ছাদেক ও তার সহযোগিরা অফিস ভাংচুরসহ নানা কর্মকান্ড করে যাচ্ছে। জেলা এনডিএফ এর সাধারণ সম্পাদক জয়দ্বীপ দাস চম্পু সকল অপকর্মের হোতা। এরা তাদের সহযোগীদের নিয়ে নানা অপকর্ম করে আসছে।
বক্তারা শ্রমিক নামধারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার দাবি করে হোটেল সেক্টরে বাজারমূল্যের সাথে সংগতি রেখে নূন্যতম ১০ হাজার টাকা মজুরি ঘোষনার দাবি জানান।
হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. জমির আলী, অর্থ সম্পাদক ইউসুফ জামিল, সদস্য রফিবুল ইসলাম উজ্জল, জাকির হোসেন, জাবেদ আহমদ, ফখরুল ইসলাম, সুমন আহমদ, আহমদ আলী, হারুনুর রশিদ প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছালিক মিয়া, শাহ আলম, মোজাম্মেল আলী, আজিজুর রহমান, দুলাল আহমদ প্রমুখ।