আফগানিস্তানের তালেবান পাখি ব্যবহার করে আত্মঘাতী বোমা হামলা চালানোর কৌশল গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে একটি পাখিকে পুলিশ গুলি করে ভূপাতিত করার পর তার দেহে বিস্ফোরক পূর্ণ থলি, জিপিএস ট্র্যাকার এবং মোবাইল ফোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটাতে সক্ষম ডিটোনেটর পাওয়া গেছে। আর এর পরিপ্রেক্ষিতে পাখি ব্যবহার করে আত্মঘাতী বোমা হামলার নতুন কৌশল আফগান তালেবান গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী আফগান এ প্রদেশে পাখিকে সন্দেহজনক ভাবে উড়তে থেকে গুলি করে ভূপাতিত করা হয়। বড় জাতের এ পাখি ফারিয়াব প্রদেশে সাধারণ ভাবে দেখা যায় না।
সূত্র : আইআরআইবি