সুনামগঞ্জের দিরাইয়ে স্কুলছাত্রী হোমায়রা আক্তার মুন্নি হত্যাকাণ্ডের ঘটনায় তার মা রাহেলা আক্তার বাদি হয়ে বখাটে খুনি এহিয়া সরদারসহ দুই জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। সোমবার বিকেলে দিরাই থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘাতক এহিয়া সরদারের বন্ধু ও মুন্নিদের প্রতিবেশি তানভির আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, রবিবার থেকেই পুলিশ বিশেষ অভিযান চালায় এহিয়া সরদারকে গ্রেপ্তার করতে। তার বাড়িতে কেউ ছিল না। পুলিশ তার মাসহ অন্তত ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করে। সোমবার বিকেলে মুন্নির মা এহিয়া সরদার ও তার বন্ধু আনোয়ারপুর পশ্চিমপাড়ার আবুল কালাম চৌধুরীর ছেলে তানভির আহমদকেও আসামি করেন। পুলিশ তানভিরকে গ্রেপ্তার করেছে।
সুনামগঞ্জ সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, মুন্নি হত্যায় তার মা দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামি এহিয়াকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার রাতে নিজ বসতঘরে ডুকে মুন্নিকে খুন করে এহিয়া সরদার।
মুন্নি দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।