শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আতকারের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল সামছুন্নাহার।
গতকাল সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের মো. কাজল মিয়ার কন্যা স্থানীয় গোদারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সামছুন্নাহারের বাল্যবিয়ের আয়োজন করা হয়।
পরে খবর পেয়ে প্রশাসনের পক্ষে শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো.জামিল উদ্দিন রাশেদ পৌঁছে মেয়ের বাবা-মাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে পরামর্শ দেওয়ায় তারা সামছুন্নাহারকে বাল্যবিয়ে দেবেন না মর্মে অঙ্গীকার করেন এবং বিয়ে বন্ধ করে দেন।