গাজীপুর অফিসঃগাজীপুরের টংগী শিল্প এলাকায় ডেসকোর বৈদ্যুতিক মালামাল রাখার গুদামে শুক্রবার রাতে রহস্য জনক চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় গুদাম পাহাড়ায় নিয়োজিত ১০ সাধারন আনসার সদস্যকে আটক করে টংগী থানা পুলিশের নিকট সোর্পদ করেছে।
টংগী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জনান, টংগী থানার ডেসকোর ওই গুদামে গত শুক্রবার রাত ৮টার দিকে এক আনসার সদস্যের আত্মীয় পরিচয়ে প্রথমে একজন ও পরে আরও ৫/৬জন ঐ গুদামে প্রবেশ করে। উক্ত বহিরাগতরা আনসার সদস্যদে অস্ত্রের মুখে একটি ঘরে আটকে রাখে। পরে ওই বহিরাগতরা গুদাম থেকে তার, ট্রা¯œফরমার সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। চোরাই কৃত মালামালের মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। খবর পেয়ে আজ সকালে ডেসকুর লোকজন ঘটনা স্থলে গিয়ে ঘটনায় জরিত সন্দহে আনসার সদস্যদের আটক করে টংগী থানায় সোর্পদ করে। এ ঘটনায় টংগী থানায় মামলা হয়েছে। এসব সাধারন আনসার সদস্যকে চাকুরী থেকে অ-অঙ্কিভ’ত করা হয়েছে বলে জানিয়েছে জেলার এ্যাডজুটেন্ট।
ডেসকোর টঙ্গী স্টোর ব্যবস্থাপক মোঃ রাশেদুর হক শামছী বাদী হয়ে সদস্যআনসার সদস্য সহ অজ্ঞাত ২০/২৫ জনের নামে টঙ্গী খানায় মামলা দায়ের করেন ।