ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে এবং উপ-নির্বাচন হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে।
আজ নির্বাচন কমিশনের সভায় এসব সিদ্ধান্ত হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।
হেলালুদ্দিন আহমদ জানান, নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে যারা নির্বাচিত হবেন, তাদের মেয়াদ হবে এই সিটি করপোরেশনে বাকি মেয়াদ পর্যন্ত। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন আইনি দিক পর্যালোচনা করেছে। এই নির্বাচন নিয়ে আইনি কোনো জটিলতা নেই।
হেলালুদ্দীন আরো জানান, তফসিল তিনটি একদিনেই ঘোষণা করা হবে এবং একই দিনে ভোট হবে। নতুন ওয়ার্ডের মেয়াদ বর্তমান পরিষদের মেয়াদের সমান হবে বলেও জানান সচিব।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক। এরপর ৪ ডিসেম্বর সোমবার তার পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।