আমার ইচ্ছে,
————-কোহিনূর আক্তার,
আমার ভীষণ ইচ্ছে হয় প্রজাপতির মতো উড়তে ।
আমার ভীষণ ইচ্ছে হয় গোটা পৃথিবী ঘুরতে ।
আমার ইচ্ছে হয় সুখের তরবারি দিয়ে
দুঃখ টাকে শেষ করতে বিশ্ব হতে ।
আমার মনে হয় গোটা পৃথিবীর মা যদি হতে পারতাম
তাহলে সবাইকে আমারি পাখার নিচে লুকিয়ে রাখতাম ।
যতো ঝড় ঝাপটা সব আমার উপর দিয়ে যেতো ।
আর ওরা সব ভালো থাকতো ।
আমার ইচ্ছে হয় যখন খুশি তখন তোমার সামনে এসে দাড়াতে ,
তুমি চমকে যাবে ,আর আমি হো হো করে হেসে উঠবো ।
আমার ইচ্ছে হয় মানুষের ভীতর কষ্ট লাগা
মেশিনটাকে সমুদ্রে ফেলে দিতে ।
আমার একটু আদর ভালোবাসা পেতে খুব ইচ্ছে করে
গ্রামের শীতের সকালের মোয়া মুড়ি ওয়ালার মতো
বলতে ইচ্ছে করে কেউ কি আছেন বাহে
হামাক ভালোবাসবার ,,, ,,,,,,,,,,, ।