মোদি সরকার দেশকে পিছিয়ে দিচ্ছে : রাহুল গান্ধী

Slider সারাবিশ্ব

rahul_story_657_060615124822_070517015538_070717041217_071017035949_071117040431

 

 

 

 

 

ভারতীয় জাতীয় কংগ্রেসের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী। এদিকে দলের দায়িত্বভার গ্রহণ করার পরপরই নেতা-কর্মীর উদ্দেশে ভাষণে রাহুল বললেন, কংগ্রেস একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশকে এগিয়ে নিয়েছিল কিন্তু বর্তমান নরেন্দ্র মোদি সরকার পিছিয়ে দিচ্ছে।

এ সময় তিনি সরকারি কার্যক্রম ও দেশ পরিচালনাকে ‘মধ্যযুগীয়’ বলেও আখ্যা দেন।

আজ শনিবার নয়া দিল্লিতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে (২৪ আকবর রোড) আয়োজিত এক জনসভায় মা সোনিয়া গান্ধীর কাছ থেকে রাহুল গান্ধী কার্যভার বুঝে নেন।

রাহুল গান্ধী প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমি কথা দিচ্ছি কংগ্রেসকে আরও এগিয়ে নিয়ে যাবো। পুরানো এই দলটি হবে বৃদ্ধ ও তরুণ সবার দল।

জানা গেছে, দায়িত্ব গ্রহণকাল রাহুলকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় মঞ্চে ছিলেন সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে কংগ্রেসের দলের হাল ধরেন সোনিয়া গান্ধী। এর পর ছয় বছরের মাথায় ২০০৪ সালে তাঁর নেতৃত্বে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট লোকসভা নির্বাচনে জয়ী হয়। সে সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না নিয়ে মনমোহন সিংহকে সেই পদে বসান।

তিনি পালন করে যান দলীয় প্রধানের দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *