ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ১৫ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুক্রবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এ বছর জেলার রকমারি ৬০ টি স্টল স্থান পেয়েছে।