যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ থামাতে পারবে না

রাজনীতি

image_157650.ashraf (3)যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে। অনেকের মৃত্যুদণ্ড হয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে। আশাকরি সবার রায় কার্যকর হবে। যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কেউ থামাতে পারবে না। শেখ হাসিনার ভয় নাই। শাহবাগ জাদুঘরের সামনে আজ সোমবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভার উদ্ধোধনকালে তিনি এ সব কথা বলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, অনেক সময় মনে হয়, মুক্তিযুদ্ধ করাটাই ছিল অপরাধ। এতবড় যুদ্ধ, এত বড় আত্মত্যাগ। অথচ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলে। এ দেশের স্বাধীনতা আলোচনা বা গোলটেবিলের মাধ্যমে আসেনি। পৃথিবীর খুব কম জাতিই আছে, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। নতুন প্রজন্মকে এ ইতিহাস জানাতে হবে। তিনি আরও বলেন, আজকে দুঃখ হয়। স্বাধীনতার পরাজিত শত্রুরা শক্তিশালী। তারা দিনে দিনে শক্তি সঞ্চয় করছে। আর আমরা ক্ষয়িঞ্চু হচ্ছি। আমরা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি আমাদের কাজ হবে তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানানো।

এর আগে সৈয়দ আশরাফ জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে মুক্তিযোদ্ধা দিবসের কর্মসূচির উদ্ধোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদ খান বীর বিক্রম। বক্তব্য রাখেন সংসদের ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, মহাসচিব মো. আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন পাহাড়ী, ঢাকা মহানগর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আমির হোসেন মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *