মোঃ জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা শাখা বাসদের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেন। এ উপলক্ষে কেন্দ্রীয় স্মৃতি অম্লান চত্তর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নীলফামারী জেলা সাধারণ সম্পাদক বাবু অজয় কুমার সিংহ রায়ের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (পূর্ণগঠন) ঢাকা কেন্দ্রীয় কমিটির আহবায়ক কমরেড ইয়াছিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (পূর্ণগঠন) ঢাকা কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক কমরেড এ্যাডভোকেট শ্যামল কান্তি দে, সদস্য কমরেড বিনোদ রঞ্জন তালুকদার, কমরেড প্রভাষক মর্তুজা হাফিজ মুকুল। আলোচনা সভার প্রধান বক্তা ঢাকা কেন্দ্রীয় কমিটি যুব ঐক্য প্রকৃয়া আহবায়ক হানিফ বাংলাদেশি। এতে আরো বক্তৃতা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (পূর্ণগঠন) নীলফামারী জেলা কমিটি সভাপতি কেন্দ্রীয় ঢাকা কমিটির সদস্য সাবেক ছাত্র ও যুব নেতা ডাঃ সৈয়দ লিটন মিয়া তালুকদার। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক নেতা শওকত আলী, জেলা বাসদ নেতা মোঃ হবিবর রহমান হবি নার্সারী, নারী সভানেত্রী অলেকা রাণী অধিকারী, বাসদ নেত্রীবৃন্দ উপজেলা শাখার আক্কাস আলী মন্ডল, ইউসুব আলী মন্ডল, বাবু যদুনাথ রায়, মোঃ আবু সায়েদ মিয়া, মোঃ দুলু মিয়া, মশিয়ার রমহমান, আকতার আলী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা করে বাঙ্গালী জাতির পিতা ৭ই মার্চের সাধীনতার ঘোষনা দানকারী, বাংলাদেশের সাধীনতা যুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পূষ্পমাল্য অর্পণ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মুনাজাত করেন।