অবৈধভাবে সমুদ্রপথে ট্রলারে মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে মানব পাচারকারীকে দুই সহোদরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন : উপজেলার দেলুয়াকান্দি গ্রামের আব্দুর রশীদ ভূঁইয়ার ছেলে আবু বক্কার (৩৫) ও তার ছোট ভাই আবুল কালাম (৩০)।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, আটক দুই সহোদর আবু বক্কার ও আবুল কালাম বিভিন্ন সময় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ট্রলারযোগে মালয়েশিয়ায় মানব পাচার করতেন। গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা মানব পাচারের অভিযোগে দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি।
