ঢাকাঃ নামে নামে জমে টানে,একই নামের দুই ব্যক্তি থাকলে ভুলবশত এক জনের কর্ম অন্য জনকে দ্বায়ী করে ফেলে।এমনি ঘটনা ঘটেছে ১১ ই ডিসেম্বর।
ঘটনার বিবরনের প্রকাশঃবাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি নৌ পরিবহন মন্ত্রী মো শাহজাহান খান এমপি সাধারন সম্পাদক শ্রমিক নেতা ওসমান আলী।সম্প্রতি একটি বেসরকারী টিভি চ্যানেলের পক্ষ থেকে ওসমান আলী লেখা বাড়ি গাড়ী ও পেট্রোল পাম্প এর ফুটেজ নেওয়া হয় ।ওই সময় স্থানীয় লোকজনকে শ্রমিক নেতা ওসমান আলী সম্পর্কে নানা প্রশ্ন করে বিপরীত বক্তব্য পায় ওই টিভি চ্যানেলের রিপোর্টার।অনুসন্ধানের পর অন্য ওসমান আলীর অবৈধ সম্পদের দায়ভার নিজের উপর পড়ছে জেনে শ্রমিক নেতা ওসমান আলী ওই টিভি চ্যানেলের যথাযথ কতৃপক্ষকে জানায় কিন্তু কতৃপক্ষ ও সংশ্লিষ্ট রিপোর্টার ওসমান আলীর কোন বক্তব্য আমলে না নিয়ে তাকে পাওয়া যায়নি বলে সংবাদ প্রচার করে।
আজ বুধবার রাতে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক ওসমান আলী জানান ১১ ই ডিসেম্বর একটি বেসরকারী টেলিভিশন চ্যানেল তাকে জড়িয়ে একটি সংবাদ প্রচার করেছে একাধিকবার।ওই সংবাদে যেসকল স্থাপনা দেখানো হয়েছে তার একটিরও মালিক নন বলে জানান ওসমান আলী।তাকে জড়ানো এই সংবাদকে মিথ্যা , বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত দাবি করে তিনি বলেন এই ধরনের সংবাদ তাকে ও তার সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে প্রচারিত এই সংবাদে পরিবহন খাত সহ সরকারের ভাবমুর্তি খুন্ন হয়েছে।তিনি আইনী প্রক্রিয়ায় প্রতিকার চাইবেন বলে জানান।