ফর্সা রং ধরে রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশি মাশরুম খান। রোজ চারটি করে।
তার জন্য বিশেষ এই মাশরুম আসে তাইওয়ান থেকে। এক একটির দাম ৮০ হাজার টাকার বেশি। রোজ এমন মাশরুম মোদি খান চারটি করে। অর্থাৎ আমদানি শুল্কসহ প্রায় চার লাখ টাকার মাশরুম দৈনিক খান তিনি। এই দাবি করেছেন কংগ্রেস নেতা অল্পেশ ঠাকুর।
গুজরাট বিধানসভার নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণের আগে প্রচারের শেষ দিনে এক সভায় বক্তৃতা করছিলেন তফশিলী নেতা অল্পেশ। সেখানেই তিনি এই বক্তব্য রাখেন। তিনি জানান‚ আগে তাঁর মতো কৃষ্ণাঙ্গ ছিলেন মোদি। এখন ফর্সা হয়েছেন আমদানি করা মাশরুম খেয়ে।
ফর্সা থাকতে সেই মশরুম-ভক্ষণ থেকে বিচ্যুত হতে চান না তিনি।
গুজরাটের পাটান জেলার রাধনপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অল্পেশ। তার মন্তব্যের প্রেক্ষিতে এখনও কিছু বলেনি বিজেপি।