চলতি আসরের শুরু থেকে খেললেও দুজনকে একসাথে জ্বলে উঠতে দেখা যায়নি। আজ গ্র্যান্ড ফাইনালে মিরপুর শের-ই-বাংলায় দেখা গেল গেইল-ম্যাককালাম শো।
দ্রুতই কিউই হার্ডহিটারকে ছাড়িয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন ক্রিস গেইল। চলতি বিপিএলে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি তুলে নিলেন ম্যাককালাম। এই দুই তারকার তাণ্ডবে ঢাকা ডায়নামাইটসের দুর্দান্ত বোলিং লাইনআপ কোনো পাত্তাই পেল না। নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটে রংপুর তুলল ২০৬ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবারের গ্র্যান্ড ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর রাইডার্স। গতকালের সেঞ্চুরিয়ান জনসন চার্লসকে (৩) কট অ্যান্ড বোল্ড করে দেন ঢাকা অধিনায়ক সাকিব। উইকেটে আসেন ম্যাককালাম। অপর প্রান্ত থেকে আক্রমণ শুরু করেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল।
অল্প সময়েই হাত খুলতে শুরু করেন ম্যাককালামও। ৩৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন গেইল। এরপর আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি।
মাত্র ৫৭ বলে ৪টি চার এবং ১১টি ছক্কায় সেঞ্চুরি তুলে নেন গেইল। চলতি বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি এটি। ফাইনালসহ সর্বশেষ চার ম্যাচের ৩টিতেই সেঞ্চুরি উপহার দিয়েছেন রংপুরের দুই ক্যারিবীয় ব্যাটসম্যান। ৪২ বলে হাফ সেঞ্চুরি তুলে জুটির মর্যাদা রাখেন ম্যাককালাম। গত ম্যাচে ১৪টি ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন গেইল। আজ নিজেই ভেঙে দেন নিজের রেকর্ড। ছক্কা হাঁকান মোট ১৮টি।