চলতি বিপিএলের প্রথম সেঞ্চুরি উপহার দিয়েছিলেন রংপুর রাইডার্সের ক্যারিবীয় দানব ক্রিস গেইল। খুলনা টাইটানসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে তার ৫১ বলে অপরাজিত ১২৬ রানে ভর করে কোয়ালিফায়ারের টিকিট পেয়েছিল রংপুর রাইডার্স।
দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান গেইলের স্বদেশী জনসন চার্লস।
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আজকের গ্র্যান্ড ফাইনালে চার্লস ৩ রান করে আউট হন। তারপর জ্বলে ওঠেন গেইল। সঙ্গী হিসেবে পান কিউই হার্ডহিটার ব্রেন্ডন ম্যককালামকে। ৩৩ বলে গেইল তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠে তার ব্যাট। তিন অংকে পৌঁছতে সময় নেন ৫৭ বল। আগের ইনিংসের চেয়ে একটু বেশি!
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৬.১ ওভারে রংপুরের সংগ্রহ ১ উইকেটে ১৪১ রান।
।