দাম কমলো শাওমির মধ্যম বাজেটের দুর্দান্ত স্মার্টফোন এমআই এ১ এর

Slider তথ্যপ্রযুক্তি

173900xiaomi-mi-a1

 

 

 

 

শাওমির প্রথম অ্যানড্রয়েড ওয়ান স্মার্টফোন এমআই এওয়ান এর দাম পাকাপাকিভাবে প্রায় দেড় হাজার টাকা কমিয়ে দিলো কম্পানিটি। এখন থেকে মাত্র ২০ হাজার টাকাতেই কেনা যাবে।

গত সেপ্টেম্বরে লঞ্চের সময় থেকেই যথেষ্ট সাড়া ফেলেছে ফোনটি। এটি শাওমির অন্যতম জনপ্রিয় স্মার্টফোন। কোম্পানিটির ভারত শাখার ম্যানেজিং ডিরেক্টর মনু জৈন টুইটের মাধ্যমে এই দাম কমার কথা ঘোষণা করেছেন। এই দাম কমার সাথে সাথেই ফ্লিপকার্টে অ্যাক্সিস ব্যাঙ্কের বাজ ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোন কিনলে আলাদা ৫% ছাড় পাবেন গ্রাহকরা। এছাড়াও নো কস্ট ইএমআই এর মাধ্যমে মাসিক ২০০০ টাকা ইনস্টলমেন্টের মাধ্যমে গ্রাহকরা কিনতে পারবেন এমআই এ১।

আসুন নিচে এক নজরে দেখে নেওয়া যাক শাওমি এমআই এ১-এর স্পেসিফিকেশন ও ফিচার্স:
শাওমি এমআই এ১- এ আছে
>৫.৫ ইঞ্চি (১৯২০x১০৮০ পিক্সেল), ফুল এইচডি ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে  >অক্টা-কোর ২ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬২৫ ১৪এনএম প্রসেসর সাথে ৬৫০ এমএইচজেড অ্যাডের্নো ৫০৬ জিপিইউ
>৪জিবি র‌্যাম, ৬৪জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১২৮জিবি পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়ার সুযোগ
>অ্যান্ড্রয়েড ৭.১.২ (নুগেট), যা পরে অ্যান্ড্রয়েড ৮.০ (ওরিও) আপডেট করা যাবে
>ডুয়াল সিম ১২এমপি রিয়ার ক্যামেরা সাথে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ১২এমপি সেকেন্ডারি ক্যামেরা ৫এমপি ফ্রন্ট ফেসিং ক্যামেরা
>৪জি ভোল্টে
>৩০০০এমএএইচ ব্যাটারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *