দীপ্ত টিভিতে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র ‘চির উন্নত শির’ প্রচারিত হবে ১৪ ডিসেম্বর বিকাল ৫টা ৩০মিনিটে। ১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইট শুরুর পর থেকে যুদ্ধকালীন নয় মাস ধরেই বর্বর হানাদার বাহিনী বেছে বেছে হত্যা করেছে স্বাধীনতার স্বপক্ষের বাঙালি বুদ্ধিজীবীদের।
আর তাদের এই জঘন্য হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল পাকিস্তানের এ দেশীয় দোসর রাজাকার, আল শামস ও আল বদররা। উপলক্ষ্যে, বদরবাহিনীকে তৈরিই করা হয়েছিল বিশেষভাবে বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য।
এরই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর বিজয় অর্জনের মাত্র দুই দিন আগে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির বিরুদ্ধে রোষের শেষ বহিঃপ্রকাশ হিসেবে সবচেয়ে বড় আঘাতটা হানে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলে রাখে বিভিন্ন বধ্যভূমিতে। সংঘটিত হয় ৭১’এর সবচেয়ে বড় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। এই প্রেক্ষিতে নির্মিতব্য প্রামাণ্যচিত্রে এসব হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, উদ্দেশ্য, পরিকল্পনা ও বাঙালি জাতির ওপর এর প্রভাবসহ এসব দিক তুলে ধরা হবে বিশেষভাবে। গবেষণা, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজক ‘কিশোর খন্দকার’ এবং প্রযোজনা ‘কাজী মিডিয়া লিমিটেড’।
।