কচি-কাঁচা একাডেমির সহকারী শিক্ষক মৌসুমা রহমান এর বিদায় সংবর্ধনা

Slider ঢাকা শিক্ষা

3

 

 

 

 

 

গাজীপুর অফিসঃ  আজ  ১২ ডিসেম্বর ২০১৭: ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমির সহকারী শিক্ষক মৌসুমা রহমান এর বিদায় সংবর্ধনা আজ (মঙ্গলবার) অপরাহ্নে সোসাইটির রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কণা রাণী দেবনাথের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মৌসুমা রহমান, কচি-কাঁচা একাডেমির প্রধান শিক্ষক আফরোজা খানম, সহকারী শিক্ষক মাকসুদা খাতুন লিপি, একাদশ শ্রেণির শিক্ষার্থী মণিষা দেবনাথ, দশম শ্রেণির সায়মা মজুমদার ইনা, চতুর্থ শ্রেণির নাদিয়া তাবাস্সুম ও কেজি শ্রেণির ছাত্র মাহফুজ আহমেদের অভিভাবক কোহিনূর আক্তার। সোসাইটির পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে শুভেচ্ছা উপহার, ক্রেস্ট এবং প্রফিডেন্ট ফা-ের প্রাপ্য টাকার চেক প্রদান করা হয়।
উল্লেখ্য, সুদীর্ঘ প্রায় ২২ (বাইশ) বছরের সফল কর্মজীবন শেষে আজ থেকে তিনি কর্ম বিরতিতে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *