বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারী তিন জনের এক জন শিশু

Slider তথ্যপ্রযুক্তি

202423internet2_kalerkantho_pic

 

 

 

 

 

বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীর তিন জনের মধ্যে এক জন শিশু। আজ ইউনিসেফের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে, ডিজিটাল ওয়াল্ডের ঝুঁকিপূর্ণ দিক থেকে শিশুদের রক্ষায় তাদের জন্য অন-লাইনে নিরাপদ প্রবেশগম্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

ইউনিসেফ এই প্রথম ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে ব্যাপকভাবে জরিপ চালিয়ে শিশুদের ওপর এর প্রভাব এবং তাদের জীবনে ডিজিটাল প্রযুক্তির ঝুঁকি এবং সুযোগ উভয় বিষয় দি ‘স্টেট অব অব দি ওয়াল্ড’স চিলড্রেন ২০১৭’ শীর্ষক প্রতিবেদনে উপস্থাপন করেছে।

এতে যুক্তিসহকারে উল্লেখ করা হয়,সরকারি এবং বেসরকারি উভয় খাতের কেউই শিশুদের ডিজিটাল প্রযুক্তির নতুন ঝুঁকি ও ক্ষতির ব্যাপারে পদক্ষেপ রাখেনি।

এ প্রসঙ্গে ইউনিসেফের নির্বাহী পরিচালক এ্যান্থনী লেক বলেন, আরো ভালোর জন্য এবং আরো খারাপের জন্য যাই বলি না কেন ডিজিটাল প্রযুক্তি এখন আমাদের জীবনে অপরিহার্য একটি বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *