শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক কৃষক পরিবারের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করেছে। গত রোববার রাতে এ ঘটনায় থানায় মামলা ( নং ২৮/১৭) হয়েছে।
জানা যায়, রোববার সকাল ১০টার দিকে উপজেলার গাজীপুর গ্রামের মৃত সবদুল আলীর ছেলে কৃষক মো.ইব্রাহিম খলিলের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় তিনিসহ আরো বশে কয়েকজন আহত হয়। আহতরা হলেন, তাঁর চাচাতো ভাই মো.ওসমান গণি (৪৭), মো.রাজীব (২২)ও প্রতিবেশি সাইফুল ইসলাম (৪৫)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কৃষক ইব্রাহিম জানান, তাদের দখলীয় জায়গায় ঘর নির্মাণ করতে গেলে তাঁর সৎভাই মো.হেকমত আলী তাঁর কন্যা ও তাঁদের জামাতাদের সাথে নিয়ে এলাকার ১০-১৫ জন বখাটে যুবক এনে তাদের গৃহ নির্মাণে বাধা দেয়। এক পর্যায়ে তিনি (ইব্রাহিম) এগিয়ে এলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। বাড়িতে ভাংচুর চালিয়ে বাড়ি নির্মান সামগ্রী লুট করে। পরবর্তী সময় বাড়ি নির্মান করলে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দেয়। এ ঘটনায় এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়ে মামলা নেয়া হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।