এম এ কাহার বকুল:লালমনিরহাট প্রতিনিধি;
“ভ্যাট দিচ্ছে জনগণ- দেশের হচ্ছে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়ে সারা দেশের ন্যায় লালমনিরহাটেও জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৭ পালিত হয়েছে।
দিবসটি পালনে লালমনিরহাট কাস্টমস বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ১১ ডিসেম্বর সকাল ১১টায় একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট লালমনিরহাট সার্কেল- এর রাজস্ব কর্মকর্তা মাকছুদুর রহমান ও সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ অংশ গ্রহন করেন।
গত ২০১৫-১৬ অর্থবছরে লালমনিরহাটের ৫ উপজেলা থেকে মোট ১৪৯ কোটি টাকা ভ্যাট আদায় হয় এবং চলতি অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা ২২০ কোটির মধ্যে গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মোট ৮০ কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে।