পিএসজির ব্রাজিল সুপারস্টার নেইমাকে নিয়ে শীর্ষ ক্লাবগুলোর টানা হেঁচড়া চলছেই। বিশেষ করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ বিপুল অর্থের বিনিময়ে হলেও নেইমারকে পেতে চাইছে। কিন্তু এই মুহূর্তে নেইমার ফরাসি ক্লাবটি ছেড়ে যেতে ইচ্ছুক নন। আপাতত ব্যক্তিগত কাজে প্যারিস সেইন্ট-জার্মেই ছেড়ে ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা করেছেন তারকা স্ট্রাইকার।
ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান এনএন কনসালটেশন এই তথ্য নিশ্চিত করলেও তারা নেইমারের ব্রাজিলে যাবার পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। ইতোমধ্যেই নেইমার দক্ষিণ আমেরিকায় পৌঁছেছেন কিনা সে সম্পর্কেও তারা কিছু জানায়নি। সোশ্যাল অ্যাকাউন্টেও গত শুক্রবার থেকে কোনো আপডেট দিচ্ছেন না ব্রাজিল তারকা।
এদিকে ফ্রেঞ্চ রেডিও স্টেশন আরএমসি স্পোর্টস জানিয়েছে, পরিবার থেকে দুঃসংবাদ পেয়েই নেইমার নিজ দেশে উড়ে গেছেন। শনিবার লিলির বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নেইমার। ধারণা করা হচ্ছে বুধবার স্টার্সবার্গের বিপক্ষেও তিনি মাঠে থাকতে পারবেন না।