বৃষ্টি কমবে আজ, বাড়বে শীতের আমেজ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি সারাদেশ

 

104943Wather_(2)_kalerkantho_pic

 

 

 

 

 

আজ সোমবার থেকে সমুদ্রবন্দরের তিন নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় সোমবার থেকে বৃষ্টির দাপটও কমবে। এরপর মেঘমুক্ত আকাশ থাকলে ধীরে ধীরে রাতের তাপমাত্রাও কমতে থাকবে। আবহাওয়াবিদরা বলছেন, মাসের শেষার্ধে গিয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামবে অনেক এলাকায়। এ সময় বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ।

আজ সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। নিম্নচাপটি দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায়। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এসময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে, ৬২ মিলিমিটার।

আজ সোমবার এ সতর্কতা সংকেতও নামিয়ে ফেলা হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, নিম্নচাপ কেটে গেছে; মেঘাচ্ছন্ন আকাশও পরিষ্কার হবে সোমবার থেকে। চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর ছাড়া সর্বত্র মেঘমুক্ত আবহাওয়া থাকতে পারে; বৃষ্টির প্রবণতাও কমবে। জলীয়বাষ্প বেশি থাকায় শীতের অনুভূত ছিল দুই দিন। তবে কয়েকদিন পর থেকে রাতে শীতের তীব্রতা বাড়তে পারে। তিনি জানান, তাপমাত্রা কমতে থাকায় মাসের দ্বিতীয়ার্ধে কিছু এলাকায় শৈত্যপ্রবাহও বিরাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *