ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রোববার তাণ্ডবের পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে সোমবার পরিবহন ধর্মঘট থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
এদিকে রোববারের তাণ্ডবে কুষ্টিয়া ও ঝিনাইদহের পরিবহন মালিক সমিতির কাছ থেকে ভাড়া করা প্রায় ৪০টি গাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের বিভিন্ন এলাকায় মারধর ও আটক করছে বলে জানা গেছে। ফলে রোববার সন্ধ্যা ৬টায় হল ছাড়ার নির্দেশ থাকলেও সময় বাড়ানো হয়েছে সোমবার সকাল ৮টা পর্যন্ত।প্রসঙ্গত, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পরিবহন মালিক সমিতি সোমবার ধর্মঘটের ডাক দেয়।
এদিকে ছাত্রের মৃত্যুতে ঘটনাকে কেন্দ্র তাণ্ডবের সঙ্গে জড়িতেদের বিচারের আওতায় আনতে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. কামাল উদ্দিন-কে আহ্বায়ক করে ছয় সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যন্য সদস্যরা হলেন-প্রফেসর ড. রুহুল কুদ্দুস মো. সালেহ, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. মো. ইকবাল হুসাইন, প্রফেসর ড. আব্দুস সাহিদ মিয়া এবং সদস্য সচিব করা হয়েছে উপ-রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ।
ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে ২১ দিনের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ অফিসের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।