ওয়াশিংটন: পৃথিবীর অন্যান্য দেশেও প্রাণঘাতি ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের ইবোলা বিষয়ক মিশনের প্রধান টনি বেনবুরি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
টনি বেনবুরি বলেন, “ইবোলা আক্রান্ত ঘানা, সিয়েরা লিয়ন ও লাইবেরিয়ায় আমরা লক্ষ্যের ৭০ ভাগ কাজ সম্পন্ন করতে পেরেছি। তবে কিছু এলাকা বিশেষ করে ফ্রি টাউন, পোর্ট লকো শহরে আমাদের কাজে কিছু ঘাটতি রয়ে গেছে।”
গত ২৯ নভেম্বর প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়, ইবোলায় ৬,৯২৮ জনের মৃত্যু হয়েছে। আর এতে আক্রান্ত হয়েছে ১৬ হাজারের অধিক লোক।
জাতিসংঘ ইবোলা বিষয়ক মিশনের প্রধান বলেন, “জাতিসংঘ এ মিশনে অংশ না নিলে পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যেত।”
তিনি বলেন, “ইবোলাকে নিয়ন্ত্রণে রাখতে আমরা বেশকিছু পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে ইবোলা চিকিৎসা সেবা কেন্দ্র, মৃতদের নিরাপদে সমাহিত করা এবং জনসচেতনতা তৈরি উল্লেখযোগ্য।”-বিবিসি।