সংবাদ সম্মেলনে সবচেয়ে বড় ধাক্কাটি ছিল মুশফিকুর রহিমকে টেস্ট ক্যাপ্টেন্সি থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেটের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট ফরম্যাটের অধিনায়ক হয়ে গেলেন সাকিব আল হাসান। বিসিবি সভাপতির মুখে এই কথা শোনার পর স্বভাবতই প্রশ্ন উঠল, তাহলে কি ওয়ানডের নেতৃত্ব থেকে মাশরাফিকে সরানো হবে?
সাকিবকে টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়ার পর বলা হয়েছিল, তিন ফরম্যাটে তিন অধিনায়ক রাখাহবে। সেই চিন্তা কি এখন বদলে গেল? তাহলে কী তিন ফরম্যাটেই এক অধিনায়ক হবেন? এমন আশংকা উড়িয়ে দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এ মুহূর্তে এটা হওয়ার সুযোগই নেই। যেহেতু মাশরাফি ওডিআই ক্যাপ্টেন। কাজেই ওখানটায় হাত দেয়ার প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে এটার কোনো প্রয়োজনীয়তাও দেখছি না। আপাতত দুজন ক্যাপ্টেনই থাকছেন। ‘
আলোচিত বোর্ড মিটিং শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান আরও বলেন, ‘এখানে দুধরনের মতবাদ আছে। একটা আলোচনা ছিল, আমরা তিন ফরম্যাটে তিনটা অধিনায়ক করবো। যেটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম।
এখন আবার আরেকটা, একই অধিনায়ক তিন ফরম্যাটে থাকা ভাল। কাজেই দুটারই প্লাস মাইনাস আমরা দেখছি। ‘