টাইগারদের কোচ হতে ইন্টারভিউ দিলেন ফিল সিমন্স

Slider খেলা

205210seeeeeeeefedee_kalerkantho_pic

 

 

 

 

জাতীয় দলের কোচ হবার জন্য আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামনে সাক্ষাৎকার দিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার এবং প্রধান কোচ ফিল সিমন্স। গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছে আজ দুপুর সাড়ে ১২টায় বিসিবি অফিসে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন সিমন্স।

সিমন্সের সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করে বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেন, ‘পাইবাসের পর আজকে সিমন্স এসে প্রেজেন্টেশন দিয়ে গেলেন। বোর্ডের সদস্যরাও দেখেছে। আশ্চর্যের ব্যাপার, আজকে আরও দুজন কোচ আগ্রহ প্রকাশ করেছেন। গতকালও দুজন বায়োডাটা পাঠিয়েছে। পুরোটাই আমরা আলোচনা করেছি। ‘

তিনি আরও বলেন, ‘বোর্ড মিটিংয়ের পর সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। ফাইনাল স্টেজে চলে এসেছি। সব কিছু চাড়ান্ত হতে কয়েকটা দিন সময় লাগবে। পরবর্তী সিরিজের আগে ক্যাম্প শুরু হবে ২৭ ডিসেম্বরের দিকে।

কিছুদিন সময় আছেই। আপাতত আমরা আজ ফাইনাল সিদ্ধান্ত না নিয়ে সংক্ষিপ্ত তালিকা করেছি । বাকিদের সাথে কথা বলে খুব শিগগিরই আমরা ফাইনাল সিদ্ধান্ত নিতে পারব। ‘শ্রীলঙ্কা সিরিজের আগে কোচ চূড়ান্ত হলে, অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেয়া হবে কিনা এ ব্যাপারে পাপন বলেন, ‘কোচ হিসেবে কাউকে না পেলে, কিংবা যদি পাইও সে হয়তো যোগ দিতে দেরি করবে। তাই ওই সিরিজের জন্য করণীয় নিয়েও সেটা নিয়েও আলাচনা হয়েছে। বোর্ড থেকে একটা সিদ্ধান্ত হয়েছে কোচিং স্টাফ এবং তিন অধিনায়ক ও বোর্ড থেকে আমরা কাউকে মনোনীত করব। ‘

এর আগে গত বুধবার বিসিবিতে সাক্ষাৎকার দিয়েছিলেন ইংলিশ বংশোদ্ভূত কোচ রিচার্ড পাইবাস। তার সাক্ষাৎকারের পর পাপন বলেছিলেন, ‘পাইবাসের প্রেজেন্টেশন অবশ্যই ভালো। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটা ভালো। অনেক দূরের ভবিষ্যত নিয়ে কথা বলেছে। ১০ বছরের একটা পরিকল্পনা নিয়ে কাজ করবে। ও লম্বা সময়ের পরিকল্পনা নিয়ে এসেছে। কিন্তু আমাদের দুটোই দেখতে হবে। লং টার্ম, শর্ট টার্ম দুটোই দেখতে হবে। সামনে বিশ্বকাপ আছে, সেটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও যা চায়, যেমন চায় এখনই হয়তো সব পারব না। তবে শেষ পর্যন্ত ওই পরিকল্পনা কাজে লাগাতে পারলে বাংলাদেশের জন্যই ভালো হবে। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *