বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি পঞ্চম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ফাইনালে ওঠার লড়াইয়ে এই আগুন ম্যাচে মুখোমুখি হয়েছে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স এবং তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস।
বৃষ্টিস্নাত শীতল দিনের একমাত্র এই ম্যাচে ইতিমধ্যেই টসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আকাশ এই মুহূর্তে বেশ পরিস্কার। যদিও মেঘ কেটে যায়নি। তবে আবহাওয়া বার্তা বলছে, আপাতত রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসা গ্যালারিভর্তি দর্শকও এই প্রত্যাশা করছে।
বিপিএলের গত আসরে এই কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ছিলেন মাশরাফি। বিপিএলের সবচেয়ে সফল এই অধিনায়কের নেতৃত্বে তৃতীয় আসরে শিরোপা জেতা কুমিল্লা গত আসরে নিজেদের হারিয়ে ফেলেছিল। সরাসরি কেউ কিছু না বললেও বিভিন্ন সূত্র থেকে কুমিল্লার অন্তর্দ্বন্দ্বের কথা মিডিয়ায় এসেছিল। এবার নিজের সাবেক দলের বিপক্ষেই খেলতে নামবেন ম্যাশ, রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে।