‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার শুনানি ১৮ জানুয়ারি

Slider বাংলার আদালত

01b.Supreme Court of Bangladesh

 

 

 

 

 

‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান ও মূলমন্ত্র হিসেবে ঘোষণা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এতে শুনানির জন্য ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) দিন ঠিক করেছেন হাইকোর্ট।

আজ রবিবার ওই রুলের শুনানির দিন ধার্য ছিল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদের আদালতে আবেদনের ভিত্তিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ দিন ঠিক করেন।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে মন্ত্রিপরিষদসচিব, আইনসচিব ও শিক্ষাসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।  এর আগে গত ৪ ডিসেম্বর ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

আদালত বলেন, জয় বাংলা স্লোগানই ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জনগণকে একত্র করেছিল। যার ফলে আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *