বিশ্বখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি প্রথম জীবনে কখনোই ভাবেননি যে তিনি অভিনয় করবেন। এমনকি প্রথম জীবনে তিনি উৎশৃঙ্খল জীবনযাপনেই অভ্যস্ত ছিলেন।
একসময় তিনি তার মায়ের বিল দিতে গিয়েই অভিনয় শুরু করেন।
সম্প্রতি জোলি বলেন, আমার চরিত্রের মাঝে এমন বিষয় ছিল না, যাতে আমি একজন অভিনেত্রী হতে পারি।
এমনকি অল্প বয়সেই তিনি নানা ধরনের ড্রাগ আসক্ত হয়ে পড়েন। পরে অবশ্য ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছিলেন।
তিনি বলেন, ‘আমি এ জন্য সন্তুষ্ট যে, আমি তেমন একজন হতে পেরেছি। আমার মা চলে যাওয়ার পর এ বিষয়টি আমার মনে এসেছে যে তার অবদান কতখানি। ‘
অভিনয়ের শুরু সম্পর্কে তিনি বলেন, ‘আমি যখন অভিনয় শুরু করি তখন তা ভালোভাবেই হয়ে যায়। এটা একটা কাজ ছিল এবং আমি আমার মায়ের বিল দিতে চেয়েছিলাম। ‘
বর্তমানে ৪২ বছর বয়সী জোলি বলেন, শুরুর দিকে তিনি হলিউডে স্থান করে নিতে বেশ যুদ্ধ করেছেন।
এখন অবশ্য তার সে অবস্থা নেই। তিনি শুধু সফল অভিনেত্রীই নন, তিনি একজন পরিচালকও বটে।
সূত্র : এমিরেটস২৪৭.কম