জাতিসংঘ শান্তি মিশনে সেনা সরবরাহে তৃতীয় বাংলাদেশ

Slider জাতীয়

bangladesh-army-baner-image1

 

 

 

জাতিসংঘের শান্তি মিশনে সেনা সরবরাহ করে অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তৃতীয়। যেখানে ভারতের অবস্থান প্রথম আর পাকিস্তানের অবস্থান দ্বিতীয়।

১৯৮৮ সাল থেকেই জাতিসংঘের ৫৮টি শান্তি মিশনে মোট ৬ হাজার ৭৭২ বাংলাদেশি সেনা সদস্য কাজ করে আসছে। জাতিসংঘের শান্তি মিশনে দক্ষিণ এশীয় সেনার সংখ্যাই বেশি।

এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৭ হাজার ৪৭১ জন সেনা সরবরাহ করে শীর্ষস্থানে রয়েছে।

ভারত অন্য আর যে কোনো দেশের চেয়ে বেশি সংখ্যক শান্তি মিশনে অংশগ্রহণ করেছে।

পাকিস্তান ৭ হাজার ১৬১ জন সেনা সরবরাহ করে শান্তিমিশনে অবদান রাখার ক্ষেত্রে দ্বিতীয় শীর্ষস্থানে আছে।

১৯৯২ সালে সোমালিয়া সংকটে সবার আগে সাঁড়া দিয়েছিল পাকিস্তান। এবং ৫০০ জন সেনা প্রেরণ করেছিল।

নেপাল ১১টি শান্তি মিশনে সেনা পাঠিয়ে সহায়তা করেছে। যার বেশিরভাগই ছিল আফ্রিকায়।

জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। তবে এর আছে শান্তিরক্ষী বাহিনী যা দিয়ে তারা সংঘর্ষক্লিষ্ট এলাকায় শান্তি প্রতিষ্ঠা করে।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সেনা সদস্যদের সংখ্যা বিচার করলে সেটি হবে বিশ্বের ৪৪তম সেনাবাহিনী।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে ১ লাখের বেশি সেনা সদস্য আছে। যার মধ্যে ৯১ হাজার ১৩২জন সৈন্য, ১৩ হাজার ৫৬৩ জন পুলিশ এবং ১ হাজার ৮১১ জন সেনাসদস্য। বিশ্বের ১২৩টি দেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *